পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গমনের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করেচ্ছেন তথ্যটি দিয়েছেন ওয়াসিম খান। বৃহস্পতিবার মধ্যরাতে একটি ফ্লাইটে সৌদি আরব যান সাকিব। বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইল।’
জুয়াড়ির সঙ্গে আলাপের বিষয়টি গোপন করায় ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তাই তিনি নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন।