কিছুদিন আগেই ক্রিকেট বিরাট কোহলি ও অভিনেত্রীর আনুশকা শর্মাও এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন মওকা পেলেই তিনি স্বামী রণবীর সিংয়ের পোশাক ‘চুরি’ করেন। বলেছিলেন, বাইরে বের হওয়ার সময় মনমতো পোশাক না পেলে রণবীরের ওয়ার্ডরোবে হানা দেন। এবার জানা গেল, একই কাণ্ড করেন আনুশকা শর্মাও। যদিও অভিনেত্রীর নিজেরই পোশাক ব্র্যান্ড আছে, এর পরও নাকি মাঝেমধ্যে পরার মতো কিছু খুঁজে পান না! কী উপায় ভাবতে ভাবতে আগে হয়রান হতো। কিন্তু সে সমস্যা বিয়ের পর নেই। স্বামী বিরাট কোহলি আছেন না?
ক্রিকেট মাঠের তারকা হলেও বিরাট তাঁর ফ্যাশনের জন্যও প্রশংসিত। স্ত্রী আনুশকাও বিরাটের পোশাকের বড় ভক্ত। তাই মাঝেমধ্যেই বিরাটের পোশাক নিয়ে নেন অভিনেত্রী, ‘বিরাটের পোশাক আমি নিয়মিতই চুরি করি। বেশির ভাগ সময়ই টি-শার্ট নেই। অনেক সময় জ্যাকেটও নেই। ওর জ্যাকেটের সংগ্রহ দারুণ। মজার ব্যাপার, এটা অনেকেই বুঝতে পারে না। ওর পোশাকে আমি খুবই স্বস্তি বোধ করি, মনে হয় ও সঙ্গেই আছে।’