চট্টগ্রাম বিএনপি ও যুবদলের নয়জন নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
সেই সাতে কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- মহানগর যুবদলের সহ-সভাপতি নুর মোহাম্মদ গুড্ডু, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহানগর যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ, পাহাড়তলী থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নেজাম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম পারভেজ ও অন্যরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা যায়। এছাড়া শেখ ইয়াছিন নামে এক আসামি জামিন পেয়েছেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ‘২০১৮ সালে পাহাড়তলী থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন আসামিরা। বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া আরও কয়েকটি মামলায় আদালত ওই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’