পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতা মরিয়ম নওয়াজ জামিনে ছাড়া পেয়েছেন । তার আইনজীবী প্রয়োজনীয় নির্দেশনা পূরণের পরেই বুধবার (৬ নভেম্বর) লাহোর হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।
বিস্তারিত তথ্যানুসারে, কোট নাখপাত কারা কর্তৃপক্ষ তার জামিনের নির্দেশ ইস্যু করেন। পরে সার্ভিসেস হাসপাতালে সইয়ের জন্য সেটি পাঠানো হয়েছে ।
চৌধুরী সুগার মিল মামলায় সোমবার লাহোর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন। তবে মরিয়ম নওয়াজের জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরোর কৌঁসুলিরা।
সংকটাপন্ন অবস্থায় বাবা নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি এই জামিন আবেদন করেন। আল-আজিজিয়া মামলায় নওয়াজ শরিফকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত মাসে মানবিক কারণে তাকেও জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
আবার মরিয়ম জামিন পেয়ে দেশ থেকে পালাতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করা হলে আদালত তাকে পাসপোর্ট জমা দিতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here