সৌদি যুবরাজের

সৌদি যুবরাজের জন্য লজ্জাজনক হয়েছে ইয়েমেনের যুদ্ধ বলে মন্তব্য করেছেন ফ্লোরিডার স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্রায়ান ডাউনিং।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভির বিতর্ক অনুষ্ঠান দ্যা ডিবেটে এ কথা বলেন।

ব্রায়ান ডাউনিং বলেন, ‘পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তারের আশা নিয়ে আরবের দরিদ্র এ দেশটির বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছিল সৌদি আরব।’

তিনি আরও বলেন, ‘সৌদিরা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়, তারা গোটা অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা চায় কেবল দক্ষিণ নয় বরং উত্তরের মতো সমগ্র ইয়েমেন সৌদির অনুগত প্রদেশে পরিণত হোক। এই যুদ্ধ সৌদির যুবরাজের জন্য লজ্জাজনক হয়ে উঠেছে।’

গত পাঁচ বছরের বেশি সময়ে ধরে ইয়েমেনে হামলা চালাচ্ছে সৌদি জোট। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত বৃহস্পতিবার থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার কথা।

তবে হুতিদের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি মেনে নেয়া হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

আরও পড়ুন : আন্তর্জাতিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here