মুহাম্মদ নূরুন্নবী
নিশি না পোহাতে ভোরের আশা
কেন যে মনে জাগে
নিশিতে রব শুনিতে ব্যাকুল
যেন সে ক্ষমা মাগে।
কাঁদো কেন মন ভোরের মায়ায়
মিথ্যে অধরা ছায়ায়
অন্তর শুধু করে গো গরিমা
বুঝে না রবের মহিমা।
রব যে কারো রূপ দেখে না
দেখে না কারো পদবি
অপলক দৃষ্টিতে ক্রোধান্বিত চোখে
নিচ্ছেন অন্তরের ছবি।
দুনিয়াতে কেউ সিন্দুকের চাবি
দেয় না পরের হাতে
নিজেরি অন্তর চাবিটা হয়ত
হারিয়েছি ঝড়ের রাতে।
নবীরই উম্মত হয়েও মোরা
মানি না নবীর সুন্নাহ
সময়ের প্রয়োজনে নির্মল অন্তরে
করি না সীমাহীন কান্না।
প্রভু হে আমার, দাও গো শক্তি
ডাকিতে বারে বারে
ভুলেও যেন করি নাকো ভুল
দাঁড়াতে তব দুয়ারে।