ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে একটি পরিত্যক্ত হয়, বাকি দুটি জিতে শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। ওয়ানডেতে হারের প্রতিশোধ টি-টোয়েন্টি ফরম্যাটে নিচ্ছে লঙ্কানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিল সফরকারী শ্রীলঙ্কা। গতকাল শনিবার লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬৪ রানে হারায় শ্রীলঙ্কা। একই ভেন্যুতে আগামীকাল সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে দানুশকা গুনাথিলাকার ফিফটিতে ভর করে পাঁচ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার গুনাথিলাকা। ৩৮ বলে তাঁর ইনিংসটিতে ছিল আটটি বাউন্ডারি ও একটি ছক্কা। ৩৪ বলে ৩৩ রান করেন আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলেন ভানুকা রাজাপাকসে। পাকিস্তানের পক্ষে হ্যাটট্রিক করেন পেসার মোহাম্মদ হাসনাইন। পাকিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই হ্যাটট্রিক করেছিলেন ফাহিম আশরাফ। জবাবে ব্যাট করতে নেমে ইসুরু উদানা ও নুয়ান প্রদীপের বোলিং তোপে মাত্র ১০১ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ইফতিখার আহমেদ। ৩০ বলে ২৪ রান করেন অধিনায়ক সরফরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here