বাজারে লবণের কোনো রকম সংকট নেই। কেউ এ ব্যাপারে গুজব ছড়ালে কঠোর তম শাস্তি দেওয়া হবে। এছারাও লবণের দাম বাড়ার গুজব ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। কৃত্রিম সংকট ছড়ালেই শাস্তি দেওয়া হবে। কেউ অহেতুক গুজবে কান দিবেন না।
আজ দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে লবণ মিল মালিক ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সভায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এ কথা বলেন। এসম উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ্, ক্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি এস এম নাজের হোসাইন প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, ‘গুজব রটনাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। দেশে লবণের কোনো স্বল্পতা নেই। বর্তমানে চাহিদার চেয়েও অনেক বেশি। লবণ মজুদ রয়েছে।’
ইলিয়াস হোসেন বলেন, ‘লবণের সংকটটা গুজবকেন্দ্রিক। আর গুজবের কারণে অনেকে অতিরিক্ত লবণ ক্রয় করে রেখে দেয়। এ কারণেও বাজারে সংকট তৈরি হয়। তাই আমরা বার বার বলছি, দেশে লবণের কোনো সংকট নেই। তাছাড়া এখনো লবণ উৎপাদন চলছে। সুতরাং লবণের সংকট এবং দাম বাড়ার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। তাই জনগণকে আমরা বলব, তারা যেন কারো শুনা কথায় বিভ্রান্ত না হন।’
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সাড়ে ৬ লাখ মেট্রিক টন লবণ মজুদ ছিল। চলতি বছরে রেকর্ড পরিমাণ ১২ দশমিক ২৪ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here