বলিউডের আলোচিত নায়িকাদের মধ্যে দিশা পাটানির নাম না বললেই নয়। ছবি মুক্তি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম কোথায় নেই তার দাপট। সোশ্যাল অ্যাকাউন্টে ছবি দিলেই ভাইরাল হয়ে যায় দেখতে দেখতে। কিন্তু তার থেকেও বড় খবর, দিশার ছবিতে কমেন্ট করেছেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ।
ভারতীয় গণমাধ্যম বলছে, কৃষ্ণা এক সময় দিশার ভালো বন্ধু ছিলেন। টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দিশার ছবিতে অনেকদিন তার মন্তব্য দেখা যায়নি। তাই সে দিশার ছবিতে হাজিরা দিতেই বলিপাড়ায় গুণগুণ, ভাঙা সম্পর্ক টাইগারের সঙ্গে জোড়া লাগতে চলেছে? হিট জুটিকে কি আবার আগের মতো একসঙ্গে দেখা যাবে?
ইনস্টায় দিশা যে ছবি পোস্ট করেছেন তাতে মন্তব্য না করে থাকতে পারলেন না কৃষ্ণা! এবং একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে বডি হাগিং পোশাকে তার অ্যাবস উন্মুক্ত। এই ছবিতে অন্যরকম এক দিশাকে দেখে চুপ থাকতে পারেননি ভক্তরাও। সেই সাতে ছবি ছাড়াও সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন দিশা। সেখানে তার শরীরচর্চার ভিডিও পোস্ট করেও হয়েছেস জনপ্রিয়।