এক মেয়ে আমাকে বেশ কয়েক বছর আগে জিজ্ঞেস করেছিল তুমি কেন ব্রান্ডের হাতব্যাগ ব্যবহার করো না? আমাকে দেখ, যখনই আমি ক্লাচব্যাগটা সাথে রাখি সবাই এটার দিকে তাকিয়ে থাকে।আমি মেয়েটির প্রশ্নের জবাবে বলেছিলাম, আসলে আমি নিজেই ব্রান্ড। যখন আমি কোথাও যাই তখন মানুষ আমাকেই দেখে।
