গত ১৪ নভেম্বর জমকালো অনুষ্ঠানের শাকিব অংশ নেন ঢালিউডের সুপারস্টার শাহরুখ খান আবুধাবির টি১০ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে মাতিয়েছেন শীর্ষ নায়ক শাকিব খান।একই সাতে মঞ্চে এদিন পারফর্ম করেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম, বলিউড তারকা রাকুল প্রীতসহ অনেকে।
বাংলাদেশ সময় রাত ১০ টা নাগাদ মঞ্চে ওঠেন শাকিব। মঞ্চে উঠেই দলবল নিয়ে শাকিব খান তার অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় এ নায়ক তার অভিনীত ছবির ‘সোয়াগদে’, ‘পাগল মন’, ‘বেবি জান’ গানগুলোর সঙ্গে নেচে মাতিয়ে তোলেন স্টেডিয়ামের হাজারও দর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here