বাংলাদেশের উপকূলের আরো কাছে চলে এলেও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর গতি কমে এসেছে বলে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্যে জানিয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের যুগ্ম পরিচালক আয়েশা খানম সংবাদমাধ্যম এ তথ্য তুলে ধরেন।
আয়েশা খানম বলেন, এখন বলা যেতে পারে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ঘণ্টা তিনেক আগেও ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার ছিল। ঘূর্ণিঝড়ের চারপাশে গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার। এরপরও তা ১১০ কিলেমিটার গতির শক্তি নিয়ে উপকূলে আঘাত হানবে।
তিনি জানান, মধ্যরাতে যেকোনো সময় আঘাত আনতে পারে এটি।
ঘূর্ণিঝড়টি এখন উপকূলের কাছাকাছি জানিয়ে আয়েশা খানম বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানা এখনও শুরু করেনি। এখন উপকূলের কাছাকাছি। মধ্যরাতে অতিক্রম করতে পারে।