আজ রাতে দেশে আসছে এমপি বাদলের মরদেহ

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে আটটার দিকে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দিন খান বাদল তিনি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদের কার্যকরী সভাপতি ছিলেন ।
মঈন উদ্দিন খান বাদলের মরদেহ আজ শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় দেশে পৌঁছাবে। এরপর শনিবার (৯ নভেম্বর) চট্টগ্রামের বোয়ালখালীতে মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান সাংবাদিকদের জানান, বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই বাদল ভাইকে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে। শুক্রবার মরদেহ দেশে পৌঁছলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here