বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল-এর উদ্বোধন অনুষ্ঠান মানেই জাঁকজমক আয়োজন এতে উদ্বোধনী অনুষ্ঠান টাকা নষ্ট হয় । ক্রিকেট ভক্তরা এই সবে মোটেও আগ্রহী নয়। পারফর্মারদের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই এবার হয়তো নিতান্তই সাদা-মাটা ভাবেই শুরু হতে চলেছে আইপিএল।
বিসিসিআই এক বার্তায় জানিয়েছে, ‘আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের খরচ ২০ কোটি টাকা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই টাকার ১১ কোটি দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীকে, সাত কোটি যাবে সিআরপিএফ-এ এবং এক কোটি করে দেওয়া হবে নেভি ও এয়ারফোর্সকে।’
উল্লেখ্য, ২০১৯ আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল হয়ে গিয়েছিল পুলওয়ামা আক্রমণের জন্য। সেই পুরো টাকাটাই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল।মনে করা হচ্ছে এই টাকা ওড়ানো বন্ধ হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here