নতুন করে শতাধিক লোক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চীনের উত্তরাঞ্চলীয় শহর শিজিয়াজুয়াংয়ে ১ কোটি ১০ লাখের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে চীন।
বিবিসি জানিয়েছে, এখানে ৫ হাজারের বেশি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে সব বাসিন্দা করোনা পরীক্ষা করতে পারে।
চীনে গত পাঁচ মাসের মধ্যে নতুন শনাক্তের সংখ্যা এটিই সর্বাধিক। কঠোর পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছে চীন। বিশেষ করে ক্লাস্টার শনাক্তের পর ব্যাপক হারে পরীক্ষা। এমনকি আকারে তা ক্ষুদ্র হলেও।
শিজিয়াজুয়াং শহরটি যে প্রদেশে অবস্থিত সেই হেবেই প্রদেশে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ১২০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরেই করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়।