শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নৌকাযোগে মালয়েশিয়া গমনের সময় কক্সবাজার সদরের ইসলামপুর থেকে শিশুসহ ১৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২ নভেম্বর) তাদের উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী জানান, রাতের অন্ধকারে কিছু নারী-পুরুষের গতিবিধি ও চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকার মানুষ জড়ো হয়ে তাদের আটক করে।
ঘটনাস্থলের অদূরে নৌকার ঘাট রয়েছে। তারা সেখানেই যাচ্ছিল বলে ধারণা স্থানীয়দের।
পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে।
তারপর তাদের ইউনিয়ন পরিষদের জিম্মায় দেয়া হলে চেয়ারম্যান তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়েরুজ্জামান জানান, আটক রোহিঙ্গাদেরকে শনিবার উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here