সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

শেখ সালাউদ্দিন,সীতাকুণ্ড প্রতিনিধি : দেশ জনতার বাণী

কাভার্ডভ্যান
ছবি সংগৃহিত।

ট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় এক ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন। নিহতের নাম সাকিব আহমেদ চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী (৫০) ।আজ (১২মে) মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকালের দিকে স্থানীয় সাকিম আহমেদ চৌধুরী ঐ এলাকার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম মুখি একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন।

এদিকে বেপরোয়া গতিয়ে আসা কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলে জানান,বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই সাইফুল ইসলাম । তিনি বলেন,নিহত ব্যক্তি ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার সাব্বির আহমেদ চৌধুরীর বড়ভাই এবং ভাটিয়ারী এলাকার বাসিন্দা মরহুম মোঃ সুলতান আহমেদ চৌধুরীর ছেলে।

এবিষয় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, অনেক ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন খোকন চৌধুরী ভাই। কোনো দিন কারো সাথে ঝগড়াতো দুরের কথা উচ্চস্বরে কথা বলেনি।সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: চট্টগ্রাম