ঈদ উপলক্ষে শপিং মল ও দোকানপাট খোলার অনুমতি

জনতার ডেস্ক : দেশ জনতার বাণী

ঈদ উপলক্ষে শপিং মল

শর্ত দিয়ে ঈদ উপলক্ষে শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার। রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে।

সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বন্ধ করতে হবে বিকেল ৫টার মধ্যে।

আরো পড়ুন : ছুটি বাড়লো ১৬ মে পর্যন্ত