চলতি সপ্তাহে ইরানে ১৩২টি মসজিদ খোলার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : দেশ জনতার বাণী

মসজিদ খোলার সিদ্ধান্ত

করোনার সংক্রামন কমতে থাকায় ইরানে কিছু কিছু এলাকায় ১৩২টি মসজিদ খোলার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতিতে নিয়ে জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর- ইরনা

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, করোনার পরিস্থিতি নিয়ে রোববার ন্যাশনাল টাস্ক ফোর্স বৈঠকে বসেছে। এতে ১৩২ টি মসজিদ খোলার সিদ্ধান্ত  নেয়া হয়। চলতি সপ্তাহ থেকে মসজিদে জুমার নামাজ আদায় করা যাবে।

করোনা মহামারীর সময় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিকা মেনে চলায় ইরানি জনগণকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রুহানি।

শিগগিরই ভাইরাসটি দেশ থেকে দূর হবে উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ৮৩ শতাংশ জনগণ স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিকা মেনে চলেছে। এ ছাড়া কিছু কিছু শহরে ৯২ শতাংশ মানুষ নির্দেশিকা মেনে স্বাস্থ্য অধিদফতরকে সহযোগিতা করেছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জাতীয়তা, ধর্ম ও জাতিগত এমন বিষয় নিয়ে কোনো বৈষম্য করে না ইরান। সবাই সমান, যোগ করেন প্রেসিডেন্ট রুহানি।

রুহানি বলেন, ৯ বা ১৬ মে স্কুলগুলো পুনরায় খুলতে এবং এক মাস পরে পরীক্ষা নিতে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে বিষয়টি নিয়ে এখনো বিতর্ক চলছে।

আরো পড়ুন : আন্তর্জাতিক খবর