দুই বন্ধু খুন

শেখ সালাউদ্দিন,সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডে পৌরসভাস্থ এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই বন্ধু খুন হয়েছে। তারা হলেন,স্থানীয় পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড ভুঁইয়া পাড়া গ্রামে বসবাসরত শাহীন(২৫)ও পৌরসভাস্থ পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড আমিরাদাবাদ এলাকার বাসিন্দা জাহিদ(২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৩(এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহীন ও তার বন্ধু বসে গল্প করছিল । পরে সিগারেট পান করাকে কেন্দ্রকরে তাদের প্রতি পক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে শাহীন ও তার বন্ধু জাহিদ মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ২টার দিকে জাহিদ মারা যায় । আর অপর বন্ধু শাহীনও রাতভর মৃত্যুর সাথে যুদ্ধকরে আজ(২৪ এপ্রিল)সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর সফিউল আলম মুরাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহীনের সাথে ঝগড়া হয়। পরে তার প্রতিপক্ষের হামলায় শাহীনও তার বন্ধু জাহিদ মারাত্বক যখম হয়। তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জাহিদ রাত ২টার দিকে মারা যায় এবং তার বন্ধুও শাহীনও আজ (২৪ এপ্রিল) শুক্রবার সকাল ৭টার দিকে মারা যায়।

এদিকে ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা, পরিদর্শক (তদন্ত) শামীম শেখ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিক। ওসি ফিরোজ হোসেন মোল্লা ও পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিক সাংবাদিকদের জানান, কিশোর গ্যাংয়ের বখাটে একটি ছেলে নবম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে দেওয়ায় মারামারির ঘটনানা ঘটে। ওসি ফিরোজ হোসেন মোল্লা আরো বলেন, আমরা ঘটনাস্থলে পরিদশন করেছি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here