দেশে একদিনে করোনায় আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯২

সর্বোচ্চ শনাক্ত ৭৮৬

একশ ছাড়িয়েছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টা এ ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রয়েছে ২ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন আক্রান্ত হয়েছেন। সর্বমোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৪৮ জন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাসে সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ‌্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ের শুরুতেই লজিস্টিক বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিএমএসডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহিদুল্লাহ। তিনি বলেন, এ পর্যন্ত ১৪ লাখ ৬৭ হাজার পিপিই ক্রয় করেছে। এসময় তিনি কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সবাইকে একসঙ্গে মোকাবিলায় কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন : করোনাভাইরাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here