শেখ সালাউদ্দিন,সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা করোনা আক্রান্ত হয়ে একব্যক্তি(৬৫) এর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।
আজ(১৭ র্মাচ শুক্রবার) সকাল ৯টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। ডা.হাসান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার নগরীর সরাইপাড়া এলাকার একজন ব্যক্তি করোনা শনাক্ত হওয়ার পর বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।
জানা গেছে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তার মধ্যে এ পর্যন্ত ৫৫ জন রোগী শনাক্ত হয়েছে। এদিকে করোনা আক্রান্ত ব্যক্তির দাফনের দায়িত্ব নিয়েছেন আনজুমান এ মহিদুল ইসলাম। নগরীর অক্সিজেনের আরেফিন নগর এলাকায় তার দাফন হবে বলে জানা গেছ।
আরো পড়ুন: করোনা ভাইরাস