রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একজন বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে সেনাবাহিনীর কনভয়ের একটি ট্রাক। এতে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। তার নাম প্রিন্স। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২১ সেনা সদস্য। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। সেনা সদস্যরা সাভার সেনানিবাস থেকে মুন্সিগঞ্জের জাজিরা যাচ্ছিলেন।
বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, দুর্ঘটনার পরপরই ১৪ সেনা সদস্যকে তাদের এখানে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ও সম্মলিত সামরিক হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী, উপস্থিত সেনা সদস্য ও পুলিশ জানায়, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রঙ সাইড দিয়ে আসা এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সেনা সদস্যদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটি সড়ক বিভাজনের উপরে উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে।
আইএসপিআর জানায়, ৩ টন ওজন বহনে সক্ষম ট্রাকটি সাভার সেনানিবাস থেকে মুন্সীগঞ্জের জাজিরা যাচ্ছিলো।