আল্লামা শফী সুস্থ ও স্বাভাবিক আছেন

জনতার ডেস্ক:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবর সঠিক নয়।

সোমবার সন্ধ্যায় হেফাজত আমিরের ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতির দিকে। তিনি স্বাভাবিক রয়েছেন।

মাওলানা আনাস মাদানী আরও বলেন, আল্লামা আহমদ শফীর অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি আগের চাইতে এখন অনকেটা সুস্থতা অনুভব করছেন। অথচ একটি কুচক্রী মহল হেফাজত আমীরকে নিয়ে গুজব ছড়াচ্ছে, এটা খুবই দুঃখজনক।

প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টে এবং হজমজনিত সমস্যায় ভুগছিলেন।

আরো পড়ুন : চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here