বিএসএমএমইউ’র অধ্যাপক ও তার মেয়ে করোনায় আক্রান্ত

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও তার মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নমুনা পরীক্ষায় অধ্যাপকের স্ত্রীর শরীরে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ উপচার্য কণক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে তার শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অধ্যাপকের শরীরে কোভিড-১৯ পজিটিভ আসার পরে তার স্ত্রী ও মেয়ের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় অধ্যাপকের মেয়ের কোভিড-১৯ পজিটিভ এলেও স্ত্রীর নেগেটিভ এসেছে।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তবে তিনি আমাদের এখান থেকে আক্রান্ত হননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতোমধ্যে বলেছি, গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য।’

বিএসএমএমইউ হাসপাতাল লকডাউন করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এখানে তো রোগী রয়েছে। আমাদের পলিসি হচ্ছে- তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করবো।’

এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

সেই অধ্যাপক একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকায় প্রতিদিনই ক্যাম্পাসে আসতেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি ক্যাম্পাসেই ছিলেন। কোভিড-১৯ পজিটিভ আসার আগে তিনি সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

আরো পড়ুন : করোনাভাইরাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here