মেহেরপুরে করোনা উপসর্গে নৌসেনার মৃত্যু, শ্বশুরবাড়ি লকডাউন

মেহেরপুর সদর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নাজমুল সালেহীন (৩৫) নামের নৌবাহিনীর এক সদস্য মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে ওই নৌ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নাজমুল সালেহীনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে। তিনি ওই এলাকার আবদুর রহমানের ছেলে। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই সম্প্রতি পরিবার নিয়ে মেহেরপুর সদর উপজেলার কোলাগ্রামের বাবুপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নাজমুল সালেহীন।

এদিকে, মৃত্যুর খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল কোলা গ্রামের ওই বাড়িতে গিয়ে লাল পতাকা টানিয়ে লকডাউন ঘোষণা করে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে মেহেরপুর থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার করোনা উপসর্গ দেখে তাকে হাসপাতালে ভর্তি নেয়া হয়নি। পরে একটি বেরসকারি হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুলের শ্বশুর বাড়ির লোকজন জানান, তাদের জামাই নৌ বাহিনীর সদস্য। ৬ মাস আগে বিদেশ থেকে মিশন শেষ করে বাড়ি এসেছেন। কয়েকদিন আগে এখানে আসে। তার আগে থেকে লিভারের অসুখ ছিল। বুধবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাতে মারা যায়।

এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার জানান, বুধবার রাতে মেহেরপুর থেকে নৌ বাহিনীর এক সদস্য জ্বর, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে আমরা তাকে ভর্তি না নিয়ে বাড়িতে চিকিৎসা নেয়ার কথা জানায়। পরে আজ তিনি মারা যান।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, আমরা ওই নৌ সদস্যর মৃত্যুর খবর পাওয়ার পর তার শ্বশুরবাড়িতে পুলিশ পাঠায়। সেই বাড়িতে লাল পতাকা টানিয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here