বিআইডিআইটি হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী নওফেলের একহাজার কিট হস্তান্তর

সীতাকুন্ড প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মোট একহাজার ভাইরাস শনাক্তকরণ কিট নিয়ে সীতাকুন্ডে ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইডিআইটি) হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে সরকারী ৯শ’ ও তার ব্যক্তিগত পক্ষথেকে আরো ১শ’ সর্ব মোট একহাজার করোনা ভাইরাস হাসপাতালে হস্তান্তর করেন তিনি। মন্ত্রী সোমবার সন্ধ্যার দিকে সড়ক পথে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা অতিক্রম করে এদিন সকালে ঢাকাস্থ স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীন আইইডিসির পক্ষথেকে পাঠানো কিটগুলো নিয়ে অনেক যন্ত্রসহকারে (বিআইডিআইটি)হাসপাতালে এসে পৌছান তিনি। এছাড়া তার ব্যক্তিগত ১শ’ পিপিই,১হাজার মাস্ক ও ২৫০টি মাথার ক্যাপ উক্ত হাসপাতালে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিভিল সার্জেন শেখ ফজলে রাব্বী,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার বিআইটিআইডি’র পরিচারক ডাঃ.এম.এ হাসান, করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডাঃ মামুনুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হস্তান্তরকালে মন্ত্রী বলেন,যানচলাচলে বাধা নিষেধের মধ্যদিয়ে এসব কিটগুলো যথা সময়ে পৌছে দেবার জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাই যথা সময়ে ফৌজদারহাট(বিআইডিআইটি) হাসপাতালে পৌছে দিয়েছি আমি। তিনি আরো বলেন, সরকার যে কোনো মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। করোনা ভাইরাস মাকাবেলায় কিট,পিপিইসহ সব ধরনের চিকিৎসা সামগ্রী মজুত আছে এবং দেশে কোনো প্রকার খাদ্যের কমতি নেই। তবে সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা মেনে চলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here