এবার পাটের ভালো দাম পাচ্ছেন কৃষকরা। বাজারে জাত ও মান ভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ১২শ থেকে ২ হাজার টাকা দরে।

পাটের দাম কম হওয়ায় পাটের আবাদ অনেক কমে গেছে। তবে এবার বাজারে পাটের দাম কিছুটা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা পাট কিনে মজুদ করলেও পাটকলগুলো এখনো কেনা শুরু করেনি।

এক সময় ময়মনসিংহ অঞ্চলে পাটের ব্যাপক আবাদ হলেও এখন আর সে অবস্থা নেই। বাজারে মান ভেদে প্রতিমণ তোষা পাট বিক্রি হচ্ছে ১৫শ থেকে ২ হাজার, দেশি, মেসতা ও কেনাফ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ২ হাজার, দেশি, মেসতা ও কেনাফ বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৬শ টাকা দরে। পাটের ভালো দাম পেয়ে দারুণ খুশি কৃষকেরা।

কৃষকরা বলেন, বাজারের এমন অবস্থায় আমরা খুশি। এবার বাজার মোটামুটি ভালোই। গতবারের তুলনায় দাম বেশি পাচ্ছি। ১৫০০ টাকায় একমণ পাট বিক্রি করলাম এবার।

কৃষি কর্মকর্তারা বলেন, দাম ভালো পাওয়ায় এ অঞ্চলে পাটের আবাদ বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ীরা পাট কিনে মজুদ করলেও পাটকলগুলো এখনো কেনা শুরু করেনি। পাটকলগুলো পাট কেনা শুরু করলে দাম আরো বাড়বে।
তারা বলেন, এবার পাটের দাম ভালো হওয়ায় কৃষকরাও খুশি। ১৪শ থেকে ১৮শ টাকার মত দাম পাচ্ছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ বলেন,সরকার চেষ্টা করছে এখানে পাটের আবাদ বৃদ্ধি করতে। এ ব্যাপারে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here