রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), রংপুর এর আওতাধীন আমন ধানের ফলন প্রদর্শনীর শস্য কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সেই সাতে নবান্ন উৎসবকে ঘিরে গতকাল শনিবার উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর সেচ পরীক্ষা খামারে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রংপুরের প্রধান কৃষিতত্ত্ববিদ প্রদীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপ প্রধান কৃষিতত্ত্ববিদ রাফিউল বারির সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান পানি ব্যবস্থাপনা বিভাগের মাহফুজ আহমেদ, রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হাকিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক, অর্থ পরিদপ্তরের একরামুল কবির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব আতিকুর রহমান, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী প্রমুখ।
স্বল্পমেয়াদি ব্রি ৮০ জাতের ধানের প্রদর্শনী খামারে হেক্টরপ্রতি ফলন হয়েছে ৫ দশমিক ২ মেট্রিক টন। ধানের শস্য কর্তন উপলক্ষে আয়োজিত মাঠ দিবসে স্থানীয় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।