করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকারের অর্থবিভাগ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে। প্রয়োজন হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হবে।
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এ পর্যন্ত মোট ১২৭ জনকে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনা ভাইরাস সন্দেহে বাংলাদেশের চারজনকে কোয়ারেন্টাইনে এবং আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।