সাবেক জাতিসংঘের মহাসচিব হাভিয়ের আর নেই

(FILES) In this file photo taken on August 08, 1988 UN Secretary General Javier Perez de Cuellar announces a cease-fire in the Iran-Iraq war will begin on August 20 during a special session of the UN Security Council, at UN headquarters in New York. - Perez de Cuellar died on March 3, 2020 Lima at the age of 100, his son reported. (Photo by Mark CARDWELL / AFP)

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার বুধবার নিজ দেশ পেরুতে মারা গেছেন। ইরাক-ইরান যুদ্ধ ও এল সালভাদোরের গৃহযুদ্ধের সময় তিনি বিশ্ব সংস্থাটির নেতৃত্ব দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

হাভিয়েরের ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার বলেন, একটি কঠিন সপ্তাহ পার করার পর আমার বাবা মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৮টা ৯ মিনিটে তিনি পরলোকগমন করেছেন।

১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন পেরুর এই কূটনীতিক।

গত ১৯ জানুয়ারি তার শততম জন্মদিনে তাকে নিয়ে গর্ব ও আনন্দ প্রকাশ করেন জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস।

এক টুইট বার্তায় তিনি বলেন, এই তাৎপর্যপূর্ণ উপলক্ষ উদযাপনে জাতিসংঘের প্রধান হিসেবে তার বিভিন্ন অবদান ও সফলতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

শুক্রবার দাফন করার আগে হাভিয়েরের মরদেহ পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়য়ে রাখা হবে বলে জানিয়েছেন তার ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here