মুহাম্মদ উজাইর কুতুবী

মোদের দেশের সৃষ্টি ঘিরে, মুক্তা ঝরে দৃষ্টি কুড়ে

পাখ পাখালীর মিষ্টি সুরে, মন কাড়ে প্রভাত ফেরে।

এদেশের খন্ডখানা নয় যে কারো দান করুণা,

শহীদানের রক্তে কেনা!

খাল দরিয়ার লোনা জলে, কিশতি ভেলা ভেসে চলে,

সুভাস ছড়ায় ফুল ফসলে, মিষ্টি পানি কলে বিলে।

এমন দেশটা কাউকে মোরা দিতে পারি না

মোরা ছাড়তে রাজি না!

এদেশের বটমূলে শিশুরা দোলে খেলে

দেশ গড়ার স্বপ্ন লুকে তাদেরই হৃদয়-দিলে।

আমরা দোলতে পারি, ফাঁসিতে ঝুলতে পারি

পরাজয় বরণ করি না!!

দেশ সম্পদ পাতাল ফোঁড়ে, বার্তা জানায় দেশ উঁচিয়ে

পরনির্ভর দেশ ভুলিয়ে,দাঁড়ায় মোরা নিজের পায়ে।

স্বদেশের উন্নয়নে আমরা পিছু হটি না,

কাউকে মােরা পূজা করি না!!!

নানা প্রজাতির প্রাণীর পাল,পাহাড় বনে ঘুরে চরে,

চাঁদ-সুরুজ কিরণ ছড়ায়, শোভা পায় গাঁও শহরে।

আমরা মুক্ত স্বাধীন,কভু নয় কারো অধীন

কারো বাঁধা মানতে পারি না!!!!

আমরা থাকি মৈত্র গড়ে, ভেদাভেদ সবি ভুলে,

দেশ গড়নে আকুল সবাই, জ্ঞানে-কর্মে মনোবলে।

ধরায় বুকে জয় নিশানা, আমাদের নেই তুলনা!!!!

বিরত্বে বজ্রকন্ঠে, হুংকার ছাড়ি গানে গানে,

এক কাতারে একই লাইনে, দুষমনের কম্পনে।

এদেশের দখল নিতে, কারো যদি চক্ষু ফোটে

ঐক্য গড়ে শক্ত হাতে, তাদের পালাতে দেব না!!!!

না! না! না!

আমাদের দেশ পরতে, সাহাবাদের পদ ধূলে,

এদেশের নিশি রাতে, আউলিয়াদের চক্ষু খোলে।

এদেশের দ্বীন দূর্গে,কেউ যদি হামলে বসে

আমরা নিরব রব না!!!!

জ্ঞানের কেল্লা গাঁও শহরে, সুবাস-সৌরভ ঘরে দোরে

দ্বীনের কেতন উড়ে ঘুরে।

দ্বীনকে ধ্বংস করতে, কারো যদি স্বপ্ন থাকে

সে পালাতে সুযোগ পাবে না!!!!

আমাদের দেশ পতাকা, স্বাধীনভাবে ঘুরে উড়ে

স্বাধীনতার বার্তা ছড়ায়,পৃথিবীর পানে পানে।

আমরা পরগাছা নয়, এদেশের স্বাধীন জাতি

কাউকে মোরা পরোয়া করি না!!!!

যাদের ত্যাগের বিনিময়ে, এদেশের স্বাধীনতা

আমাদের বক্ষে রবে, তাদেরই রক্ত কণা।

এক সাগর রক্ত ঢেলে, স্বাধীনতা আনল যারা

আমরা তাদের ভুলতে পারি না!!!!

না! না! না! ভুলতে পারি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here