বিটা ও বাংলাদেশ সাংবাদিক সাংস্কৃতিক মানবাধিকার সোসাইটির যৌথ উদ্যোগে মাদক বিরোধী কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা প্রতিযোগিতা ও গ্রামীণ উৎসব গত ২৪ জানুয়ারি বিকাল ৫টায় হালিশহর, বি-ব্লক ব্রিজ সংলগ্ন ১ নং রোডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালিশহর থানার প্রথম অফিসার্স ইনচার্জ এডিসি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মনজুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি এস এম আজিজ। বাংলাদেশ সাংবাদিক সাংস্কৃতিক মানবাধিকার সোসাইটির আহবায়ক ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবু তাহের রায়হান এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব মো. আবু ইউসুফ সন্দ্বীপী ও আবৃত্তি শিল্পী সাইদুল করিম সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও বাংলাদেশ সাংবাদিক সাংস্কৃতিক মানবাধিকার সোসাইটির যুগ্ম আহবায়ক লায়ন এমদাদুল করিম সৈকত। আরো উপস্থিত ছিলেন বিজয় স্মরণী কলেজের প্রভাষক ও মাসিক সজগ সন্দ্বীপ সম্পাদক ফসিউল আলম, দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক সারোয়ার সুমনের পিতা মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, কানাডার লিভারেল পার্টির সদস্য মো. জামাল উদ্দিন মিন্টু, চ্যানেল আই এর সাংবাদিক মোহাম্মদ শওকত, ন্যাশনাল গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব মোহাম্মদ শামছুল আলম, ক্যাব আকবর শাহ থানার সভাপতি ও আল আমীন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মেজবাহ উদ্দিন তুহিন, অবজারভার সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. মনজুর আহমদ সোহেল, দৈনিক হালিশহর সম্পাদক ও সাপ্তাহিক উপনগরের নির্বাহী সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার, বিটার অর্গানাইজার মোহাম্মদ টিটু, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সাবেক উপ পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশারফ হোসেন, বাংলাদেশ বেতারের সাবেক কর্মকর্তা গুলজার আহমেদ, দেশ বিদেশ টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, কালের খবর সম্পাদক ইকবাল ইবনে মালেক, চ্যানেল এস এর সাংবাদিক মো. গিয়াস উদ্দিন টিটু, মোহনা টিভির সন্দ্বীপ প্রতিনিধি ওমর ফয়সাল, এঞ্জেলা ক্যাটারিং হেল্প সোসাইটির উদ্যোক্তা ও প্রধান ব্যবস্থাপক নাট্যকর্মী নাসরিন আকতার হীরা, ২৫ নং রামপুর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ এর সভাপতি নারী নেত্রী ফারহানা আফরোজ আলম জেনিফার, মাওলানা দেলাওয়ার হোসাইন, আফরোজা সুলতানা পূর্ণিমা, কবি মো. কিবরিয়া বাদল, বিশিষ্ট সংগঠক মো. ইব্রাহিম খলিল উল্লাহ, আব্দুল হালিম নাসির, ভূইয়া কমিউনিটি সেন্টারের মালিক মো. আব্দুল খালেক ভূঁইয়া ও পরিচালক মো. আব্দুল আলীম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ জয়নাল আবেদীন, সমাজ সেবক মোহাম্মদ সফিকুল মাওলা দুলাল, মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সস্কৃতিকর্মী, নাট্যকর্মী, সমাজ সেবক সহ সমাজের সর্বস্তরের মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
