দুই বাংলার কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধু কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী। বুধবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে রাত আনুমানিক সাড়ে ৮টায় উমা কাজী ইন্তেকাল করেন। মৃত্যুকালে কবি পুত্রবধুর এর বয়স ছিল ৮০ বছর। বৃহস্পতিবার যোহরের নামাজের পর জানাজা শেষে বনানীর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেছেন। ১৯৭৯ সালে কবি পুত্র কাজী সব্যসাচী মারা যাবার পর কবির সান্নিধ্যে জীবনের অনেকটা সময় কাটান উমা কাজী। উমা কাজীর পূর্বের নাম ছিল উমা মুখার্জী। তিনি কলকাতার ডাবলিন হাসপাতালের একজন নার্স ছিলেন। পরবর্তীতে ভাগ্যক্রমে বিদ্রোহী কবিকে সেবা বা দেখাশোনার দায়িত্ব পান তিনি। কাজী নজরুল ইসলামের একমাত্র নিকটতম সেবিকা ছিলেন উমা।

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় গিয়ে কাজী নজরুলকে বাংলাদেশে আনার প্রস্তাব দেন। পরে নজরুলকে ধানমন্ডিতে একটি বাড়ি দেন বঙ্গবন্ধু, যেটি এখন নজরুল ইনস্টিটিউট। সে সময় বঙ্গবন্ধু প্রায়ই ওই বাড়ি যেতেন এবং কাজী নজরুলের খোঁজখবর নিতেন। এ সময় উমার সঙ্গেও কথা বলতেন বঙ্গবন্ধু। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here