মুহাম্মদ নূরুন্নবী

ঐ দেখা যায় বনের পশু বুঝে নাতো কিছু
যাকে তার নয়নে ধরে লাগে তার পিছু।
পিছু পিছু করছে তাড়া রয়েছে চেষ্টা কতো
হিতাহিত জ্ঞানশূণ্য চলছে মর্জিমতো।
মর্জিমতো চললে চলুক সেতো বিবেক শূন্য
মানুষ হয়েও কেনো মোরা আবেগে পরিপূর্ণ!
মানুষ যদি পায় কষ্ট খুঁজে ফাঁসির রশি
লিখতে নানান গুণের কথা খুঁজে নাতো মসি।
মসিই বড় অসি নহে- সুবিজ্ঞজন কহে
মসি ছেড়ে অসি হাতে অন্তর শুধুই দহে।
কারো হাতে দেখলে খাবার কুকুর পিছু নেয়
অসি হাতে অবুঝ মানুষ নিজের জীবন দেয়।
এতো কিছু ঘটছে এখন বিবেক তাড়ানোতে
বিবেক যদি থাকতো অটুট শান্তি পেতো সে।
শান্তি যদি থাকতো মনে বুঝতো ভালোমন্দ
ভালোমন্দ বুঝ না থাকায় জ্ঞানচক্ষু অন্ধ।
জ্ঞানচক্ষু ছিল মোদের চর্মচক্ষু ছাড়া
দুই হাত থাকার পরও করি অজুহাত খাড়া।
অজুহাত যারা রেখেছে খাড়া করে না কোনো কর্ম
কর্মহীনের অলস মস্তিষ্ক বুঝে না কিছুর মর্ম।
মর্মবাণী না বুঝিলে হবে সে আস্ত মেষ
সময়ের প্রয়োজনে পরিবর্তন না হলে হবে জীবন শেষ।
জীবন শেষের বাঁশির সুর মোটেই সুরেলা নয়
বেসুরো শব্দে আর্তনাদে পরকাল কাটাতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here