ইন্তেকাল করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ হোটেল জামান এন্ড বিরানি হাউসের প্রতিষ্ঠাতা স্বত্ত্বাধিকারী মো. জামান। নগরীর আল ফালাহ গলির নিজ বাসভবনে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ছোট ছেলে ছোটন জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরা এলাকায় তার বাবা মো. জামানকে দাফন করা হবে।

রাউজানের সাংসদ ফজলে করিম এমপি, উপজেলা চেয়ারম্যান এহসানুল হক বাবুল, চট্টগ্রাম হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ মো. জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here