চুপচাপ !
এম.এ.রহিম চৌধুরী
বাঁশখালী, চট্টগ্রাম।

গুনে ধরা জরাজীর্ণ
বিশ শতকের সমাজ ব্যবস্থা,
হে বিপ্লবী চেতনায় বিশ্বাসী
আগামী প্রজন্মের হবে কি অবস্থা?

আমি তুমি চুপচাপ
সুবিধাবাদীর মহা ছলে,
মীর জাফরের ইতিহাস দেখুন
ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কি বলে?

আত্মসুখী বুর্জুয়া শ্রেণী
বিত্তের খোঁয়াড়ে বন্ধি জ্ঞানী,
ব্যক্তি তত্ত্বের মহা আস্ফালন
ক্ষমতার চেয়ার ভর্তি বিচারের বাণী।

মরিতে কেহ চাহে না
তবু বেইজ্জতি মরণ জুড়ে ললাটে,
সত্য সাধকের শিকল পায়
বোকা জনতা লাথি খায় পথে ঘাটে?

মিথ্যের পক্ষে মহা জয়োল্লাস
সত্যবাণী শ্মশান ঘাটে,
ভন্ড পীর-মুরিদে ভরে গেছে সমাজ
বিবেক কেনাবেচা হয় ক্ষমতার হাটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here