মুহাম্মদ নূরুন্নবী,

ও ভাই, আপনি বেশ ভালো,
সন্তানকে দিচ্ছেন শুধুই আলো
জ্ঞানের আলো কী পারেন দিতে?
দিচ্ছেন শুধু মোবাইলের আলো!
মোবাইল হাতে লাগছে বেশ,
করে কী শুধালে খারাবে কেশ
সুযোগ সদিয়ে হচ্ছেন মেষ,
শিক্ষাজীবন যে পুরোটাই শেষ।
আপনি হয়তো ভাবছেন এখন,
মোবাইল-এরও আছে গুণ
বিহনে তার ছটফটায় মন,
সাথে রাখেন প্রতিজন।
প্রতিজনতো পকেটে রাখেন,
সন্তানতো রাখে হাতে
অসতর্কতায় মন তার আনছান,
থাকে না হুষ যে যাবে প্রাণ।
প্রাণপাখিতো বড়োই চঞ্চল,
সুযোগ বুঝে ছাড়িবে অঞ্চল
ফাঁকা হবে মায়ের আঁচল,
এ কথা হয়তো লাগেনি প্রাঞ্জল।
সুন্দর কথা নেই মোর কাছে ,
পিতামাতার অসুখে যাবে না পাশে
দোয়া চেয়ে দেবে স্ট্যাটাস,
বুঝিবেন তখন হলো সর্বনাশ।
যাক সে সব কথা এখন ,
আদব শিখাবেন প্রতিক্ষণ
সুবিবেচনা থাকলে পরে সুখশান্তিতে জীবন ভরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here