গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সে সময় মো. মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। সাড়ে ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।