প্রশ্ন : কোন সময় কোরআন শরিফের সঙ্গে অসম্মানের আচরণ হয়ে গেলে অথবা তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কোরআনে চুমু দিই, চোখে লাগাই। ইসলামী শরিয়তে এভাবে চুমু দেওয়ার হুকুম কী?
—আবদুল আজিজ, বাসাবো, ঢাকা
উত্তর : কোরআনুল কারিমে চুমু দেওয়া জায়েজ আছে। ইকরিমা (রা.) থেকে কোরআনুল কারিম চেহারায় লাগানো ও চুমু দেওয়া প্রমাণিত (সুনানে দারিমি, হাদিস : ৩৩৫৩)। তাই কেউ কোরআনে চুমু দিলে তাকে বারণ করার প্রয়োজন নেই।
তাই উল্লেখ্য, অসতর্কতাবশত কোরআন মাজিদের সঙ্গে অসম্মানজনক কিছু হয়ে গেলে সে ক্ষেত্রেও চুমু দিতে নিষেধ নেই। তবে তখন মূল করণীয় হলো অসতর্কতার কারণে লজ্জিত হওয়া এবং তাওবা-ইস্তিগফার করা।
সূত্র : মাজমাউজ জাওয়াইদ, হাদিস ১৬০৪৯; আদ্দুররুল মুখতার : ৬/৩৮৪; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃষ্ঠা ১৭৫; ইমদাদুল ফাতাওয়া ৪/৬০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here