আজ কলকাতার ইডেন গার্ডেনসে দিবারাত্রির টেস্টে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মুখে লড়াই করছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দুর্দান্ত অর্ধশতক পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।
সেই সাতে অন্যদিকে মুশফিকের সঙ্গে জুটি গড়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ ৪১ বলে ৩৭ রান করে আহত হয়ে মাঠ ছাড়ে যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫২ রান। মুশফিকুর রহিম ৫৯ রানে অপরাজিত আছেন।
এর আগে ২৪১ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়। অন্যদিকে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৪৭ রান।
আবার বাংলাদেশের পক্ষে আল আমিন ও আবু জায়েদ রাহী তিনটি করে উইকেট লাভ করেন। অন্যদিকে ইবাদত হোসেন নেন দু’টি উইকেট।
