বাংলাদেশ মাতিয়ে এবার পশ্চিমবঙ্গের কলকাতায় মুক্তি পেতে চলেছে জনপ্রিয় অভিনেতা আলমগীর পরিচালত ছবি একটি সিনেমার গল্প। আগামী ২২ নভেম্বর কলকাতার ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি। এ উপলক্ষে গত সোমবার কলকাতার অভিজাত একটি রেস্তোরাঁয় হয়ে গেল ঐ সিনেমার গল্পের প্রেস মিট।
ছবিটিতে অভিনয় করেছেন স্বয়ং আলমগীর, টালিগঞ্জ জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ঢালিউডের আরিফিন শুভসহ এবং আরো অনেকে।
জানা গেছে, সিনেমাটি সাফটা চুক্তির ভিত্তিতে ভারত-বাংলাদেশের সিনেমা। গত বছরের ১৩ এপ্রিল বাংলাদেশে প্রথম মুক্তি পায় ছবিটি। যেটা এরই মধ্যে বাংলাদেশেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ পেয়েছে তা অনেক বিভাগ থেকে। এবার অপেক্ষার পালা কলকাতায় কেমন ব্যবসা করে উক্ত ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here