ইরানে পেট্রোল রেশনিং এবং দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। গত কাল শনিবার এ ঘটনা ঘটে। খবর বিবিসি’র।
জানা যায়, ইরান সরকার শুক্রবার পেট্রোলের দাম শতকরা প্রায় ৫০ ভাগ বৃদ্ধি করে। কারণ, পেট্রোলের ওপর দেয়া সরকারের ভর্তুকি কমিয়ে আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বর্ধিত দাম দিয়ে গরিবদের সহায়তা করা হবে।
২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তি প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর পরই তারা ইরানের ওপর কঠোর অবরোধ আরোপ করেন। ফলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পেট্রোলের দাম বাড়ানোর প্রতিবাদে সিরজান শহরে নিহত হয়েছেন একজন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলছে, শুক্রবার জ্বালানির একটি মজুদাগারে বিক্ষোভকারীরা হামলা চালায় এবং এতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ওদিকে বেহবাহান শহরে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া বড় বিক্ষোভ হয়েছে রাজধানী তেহরান, কেরমানশাহ, ইসফাহান, তাবরিজ, কারাদজ, সিরাজ, ইয়াজদ, বেশেহর এবং সারি’তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here