সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিল সাকিবসহ পাঁচ ক্রিকেটারকে

ভারতীয় এক জুয়াড়ির দীপক আগারওয়াল কাছ থেকে কয়েকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা গোপন করায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছর (এক বছর স্থগিত) নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক ম্যাচও পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল সাকিবকে।
কিন্তু এসবের মাঝেই আইপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সানরাইজার্স হায়দরাবাদও এর বাইরে নয়।সেই সাতে সাকিবসহ পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে ছেড়ে দেওয়ার পর নিলামে তাকে কিনে নেয় সানরাইজার্স। এই দলের হয়ে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশের সদ্য সাবেক টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব ছাড়াও ইউসুফ পাঠান, মার্টিন গাপটিল, দীপক হুডা ও রিকি ভুইকেও ছেড়ে দিয়েছে হায়দরাবাদের দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here