দেশ জনতারবানী ডেস্কঃ 

ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। বুধবার ১৭শ’ মাইল পথ অতিক্রম করে লক্ষ্যে আঘাত হানে মাঝারি দূরত্বের শাহিন-থ্রি মিসাইলটি।

সফল উৎক্ষেপণে পাকিস্তানের সংশ্লিষ্ট গবেষক ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান, প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোথায় হয়েছে তা জানায়নি ইসলামাবাদ।

সাধারণত আরব সাগরে এ ধরনের পরীক্ষা চালিয়ে থাকে পাকিস্তান। প্রতিবেশী ভারতের সাথে বৈরিতার জেরে সৃষ্ট হুমকি মোকাবেলায় বেশ কিছু পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে পাকিস্তানের।

জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ কিছুতেই যেন মেনে নিতে পারছে না পাকিস্তান। ভারত যতই কড়া অবস্থান নিক, বা আন্তর্জাতিক মহলে সে ধিক্কৃত হোক, কাশ্মীরের উপর থেকে নিজেদের দাবি মোটেও ছাড়তে রাজি নয় পাকিস্তান।

বুধবার রাতে ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল গজনভির সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে যেন সেই বার্তাই দিল পাকিস্তান। মিসাইল গজনভি ২৯০ কিলোমিটার পর্যন্ত একাধিক অস্ত্রবর্ষণে সক্ষম। ভারতের অনেকটা জায়গাজুড়ে ধ্বংস করতে পারে মিসাইলটি।

আরো পড়ুনঃ ক্ষেপণাস্ত্রে আরেকধাপ এগিয়ে রাশিয়া