চিকিৎসক, নার্সসহ বরিশালে ছয়জন করোনায় আক্রান্ত

বরিশাল প্রতিনিধি:
একজন চিকিৎসক, একজন নার্স, একজন স্বাস্থ্যকর্মীসহ বরিশালে মোট পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরীক্ষাগারে তাঁদের নমুনা পরীক্ষার পর গতকাল সোমবার রাতে প্রতিবেদন হাতে পাওয়া যায়।

শনাক্ত পাঁচজন হচ্ছেন গৌরনদী, আগৈলঝাড়া ও বাবুগঞ্জের। তাঁরা সবাই বাড়িতে আলাদাভাবে চিকিৎসাধীন।

এর আগে ঢাকায় নমুনা পরীক্ষা শেষে গৌরনদীর আরও এক নারীর করোনায় আক্রান্ত হওয়ার প্রতিবেদন এসেছে। এ নিয়ে বরিশালে গতকাল ছয়জন করোনা–আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন।

আক্রন্ত পাঁচজনের মধ্যে জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন নারী চিকিৎসক (২৭), একজন নার্স (২৫) ও একজন স্বাস্থ্যকর্মী (৩০) রয়েছেন। আক্রান্ত অপর দুজনের একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স ৪৫ বছর।

সূত্র জানায়, শনাক্ত হওয়া পাঁচজনের মধ্য তিনজন বাবুগঞ্জের, একজন গৌরনদীর ও অপরজন আগৈলঝাড়া উপজেলার। তাঁদের মধ্যে তিনজনই নারী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here