মুহাম্মদ নূরুন্নবী

যদি জানতে ইচ্ছে করে কভু স্বাধীনতা কী?

মানুষ মোরা ভাবনা ভিন্ন মানবো সেরাটি।

স্বাধীনতা নয়তো তা যা সচরাচর জানি

স্বাধীনতায় আনবে শৃংখলা জীবন গড়বে মানি।

স্বাধীনতা নয়তো কোনো ভবঘুরে জীবন

স্বাধীনতা নয়তো কোনো ইচ্ছেমৃত্যু গ্রহন।

স্বাধীনতা নয়তো কোনো ধর্মের বাড়াবাড়ি

স্বাধীনতা নয়তো কোনো গোষ্ঠীর হানাহানি।

স্বাধীনতা নয়তো  বসের মিথ্যে বকুনি

স্বাধীনতা নয়তো কর্মীর ফাঁকির হাতছানি।

স্বাধীনতা নয়তো কারো অধিকার কেড়ে নেয়া

স্বাধীনতা নয়তো কোনো অনধিকার চর্চা করা।

স্বাধীনতা নয়তো কোনো দেশের ক্ষতি করা

স্বাধীনতা নয়তো কারো হক নষ্ট করা।

স্বাধীনতা নয়তো কোনো কুধারনা রাখা

স্বাধীনতা নয়তো সুন্দর আচরণ ভুলে থাকা।

স্বাধীনতা নয়তো আপন ঠিকানা ভুলে যাওয়া,

স্বাধীনতা নয়তো রবের অবাধ্যতা করা,

স্বাধীনতা হলো সুন্দর জীবন গঠন ও শান্তি বজায় রাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here