শ্রবণ করলাম না যাঁর প্রিয় কথন

অদেখা রইল যাঁর প্রিয় বদন

সান্নিধ্য পেলাম না যে মানুষটার

কেন যে ভালোবাসি এমন!

মোর সাথে তার বয়সের প্রভেদ

সহস্র বছরের চেয়েও অধিক

তবুও জানিনা কি করে কী হলো

কেন যে ভালোবাসি এমন!

জগত সংসারে ছিল আত্মীয় বহু

আত্মার আত্মীয় হলো না কেউ

শিরক ভুলে পেলাম সুপথ

কেন যে ভালোবাসি এমন!

ফেলে আসলাম অন্ধকার অতীত

তোমারি প্রেমের টানে

তোমাবিনা মানিতে নারি

কেন যে ভালোবাসি এমন!

কথায় ও কাজে তোমারি মতে

চলিতে মন চাহে

কী যে করি, নাহি পারি

কেন যে ভালোবাসি এমন!

তোমারি মতো হতে স্মরণাগত

প্রিয় হে তোমার রবের

সুখবর সে পথের দিয়েছো জানিয়ে

কেন যে ভালোবাসি এমন!

জীবনের প্রতি পরতে পরতে

দেখিয়েছো পথ সফলতার

তোমায় না ভালোবেসে থাকিতে নারি

কেন যে ভালোবাসি এমন!

তোমারি আহবানে প্রিয় হে আমার

অদেখায় এনেছি ঈমান

তিনিই মহান রহিম রহমান

কেন যে ভালোবাসি এমন!

যখন যেথায় যতটুকু যেভাবে

হয়েছে প্রয়োজন মোদের

প্রিয় সেই রব,দিয়েছেন অফুরান

কেন যে ভালোবাসি এমন!

ইয়া রাসুলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম),

আমি আমার প্রাণের চেয়েও আপনাকেই বেশি ভালোবাসি।

মুহাম্মদ নূরুন্নবী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here