দেশ জনতারবানী ডেস্কঃ  

নগরীর ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাধা রানী দেবী টুনটু মুনের পোস্টার ছিঁড়ে আগুন লাগানো ভিডিও ইতি মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দিতে দিতে সাম্প্রদায়িক ক্ষোভ উগড়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে ৪-৫ জন যুবক। ১৮ জানুয়ারি (সোমবার) রাতে এ ঘটনা ঘটে।

তারা কে বা কোন পক্ষের তা জানা না গেলেও অভিযোগের তীর সেখানকার আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদুর সবুর লিটনের দিকে।

এদিকে আবার কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের গোষ্ঠী ও সংগঠন এই নির্বাচনী সহিংসতাকে সাম্প্রদায়িকার উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছে একই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

আরো পড়ুনঃ নির্বাচিত হলে তৈরী হবে বিশেষায়িত হাসপাতাল

তবে এ বিষয়ে আবদুর সবুর লিটন বলেন, “এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে আমি জানি না। আপনারা চাইলে আমার নির্বাচনী এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন। এখানে অনেক সনাতন ধর্মাবলম্বী আছেন। তাদের মধ্যে আমি কোনো ভেদাভেদ করি কি না? ”

এ ঘটনায় রাধা রানী দেবি বলেন, “এরুপ হীনমন্য ও যঘন্ন কাজ আমার প্রতিপক্ষ করেছেন। এমনি এর আগেও আমার প্রচার গাড়িকে কেন্দ্র করে হামলা করা হয়েছে। আদৌ কি সুষ্ঠু নির্বাচন হবে নাকি তা নিয়ে এখন চিন্তায় আছি”।