হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে ভারতকে টি-টোয়েন্টি সিরিজ উপহার দিল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩০ রানে হারাল ভারত।
স্কোর: ভারত: ১৭৪/৫ (২০ ওভার)।
বাংলাদেশ ১৪৪/১০ (১৯.২ ওভার)।
চাহারের হ্যাটট্রিক
শফিউলকে ১৮তম ওভারের শেষ বলে আউট করেছিলেন দিপক চাহার। ২০তম ওভারের প্রথম বলে তার শিকার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ‘কফিনে’ শেষ পেরেকটিও ঠুকে দেন চাহার। আমিনুল ইসলামকে বোল্ড করে হ্যাটট্রিকের স্বাদ পান ডানহাতি পেসার।
মাহমুদউল্লাহ হতাশ করলেন
চাহালকে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করে বোল্ড হলেন মাহমুদউল্লাহ। ১০ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক।
গোল্ডেন ডাক আফিফও
মুখোমুখি প্রথম বলেই আউট হয়েছেন আফিফ হোসেন। পরপর দুই বলে বাংলাদেশ হারাল দুই ব্যাটসম্যানকে। শিভাম দুবেকে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন আফিফ। কিন্তু ক্যাচ চলে যায় বোলারের হাতে। উইকেটে আছেন মাহমুদউল্লাহ ও আমিনুল ইসলাম। শেষ ৪ ওভারে বাংলাদেশকে করতে হবে ৪৯ রান, হাতে ৪ উইকেট। নাঈমকে থামালেন দুবে
বাংলাদেশের আশা হয়ে টিকে ছিলেন নাঈম শেখ। তাকে ফিরিয়ে ভারতকে বড় উইকেট উপহার দিয়েছেন শিভাম দুবে। ইয়র্কারে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮১ রান করেন বাঁহাতি ওপেনার। মুশফিকের গোল্ডেন ডাক
আগের ওভারের শেষ বলে আউট হয়েছিলেন মোহাম্মদ মিথুন। পরের ওভারের প্রথম বলে আউট হলেন মুশফিকুর রহিম। গোল্ডেন ডাক মেরেছেন ডানহাতি ব্যাটসম্যান। শিভাম দুবেকে থ্যার্ডম্যানে খেলতে গিয়ে প্লেড-অন হন মুশফিক।
পরপর দুই বলে দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। চাহারের শিকার মিথুন
মোহাম্মদ মিথুনকে ফিরিয়ে ৯৮ রানের বড় জুটি ভেঙেছেন দীপক চাহার। ডানহাতি পেসারকে ছক্কায় উড়াতে গিয়ে লং অফে ধরা পড়েন মিথুন।
২৯ বলে মিথুন করেন ২৭ রান। তখন ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। নাঈম শেখ ৭১ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
